খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

ওমিক্রন ঠেকাতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

গেজেট ডেস্ক

ভারতে মহামারি করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রামক ধরন ওমিক্রন ভ্যারিন্টের বিস্তার ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজধানী দিল্লি। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী, দিল্লি ও এর আশপাশের এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দিল্লিজুড়ে কারফিউ থাকবে।

রোববার দিল্লিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৯০ জন। যা গত ছয়মাসের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া কোভিডে সংক্রমিত হয়ে একজনের মৃত্যুও হয়েছে।

ভারতের যে রাজ্য ও প্রশাসনিক অঞ্চলগুলো মহামারির মধ্যে সবচেয়ে বিপর্যয় পার করেছে সেসবের মধ্যে অন্যতম দিল্লি। মহামারির ২ বছরে রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন। আর রোগটির থাবায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ১০৫ জনের।

বর্তমানে দিল্লিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়ে এক হাজার ১০৩ জনে পৌঁছেছে। যাদের মধ্যে প্রায় অর্ধেক-৫৮৩ জন রয়েছেন হোম আইসোলেশনে। কোভিডের শক্তিশালী ধরন ওমিক্রনের প্রভাবে রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় বর্তমানে দৈনিক সংক্রমণ দশমিক ৫৫ হারে বেড়েছে বলে রোববার বিবৃতির মাধ্যমে জানিয়েছে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ।

চলতি সপ্তাহের শুরুর দিকে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) রাজধানীতে বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছিলো।

এ ছাড়া পানশালা, রেস্তোরাঁ ও অডিটোরিয়ামগুলোকে আংশিক লোকবল নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানেও সর্বোচ্চ ২০০ ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বানও জানানো হয়েছে রবিবারের আদেশে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!