রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘মন্টানা লাউঞ্জ’ নামের ওই রেস্তোঁরাটির তিন মালিকের একজন হলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার নামের ভবনে থাকা ওই রেস্তোরাঁয় মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে যায় পুলিশ।
গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, রেস্তোরাঁটি থেকে দুই প্যাকেট ও আরও কিছু খোলা শিশার উপকরণ পাওয়া গেছে। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ওমর সানি বলেন, শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। আর যাদের পুলিশ নিয়ে গেছে, তারা নেহায়েতই রেস্তোরাঁকর্মী। মন্টানা লাউঞ্জ সাত থেকে আট মাস ধরে চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল না। গুলশান-বনানীতে আরো ৩০ টির বেশি লাউঞ্জ রয়েছে। এই তার রেস্তোরাঁ মূলত খাবারের। কিছু সময় শিশা সার্ভ করা হয়। শিশা আমার মেইন ব্যবসা না। আমি আইনের সাথেই আছি। নামকরা শিশা লাউঞ্জগুলো পাঁচ-সাত বছর ধরে চলছে।
বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ বন্ধ হয়ে থাকে, তাহলে আমার অভিযোগ নেই। কিন্তু শুধু আমাকে টার্গেট করে যদি করা হয়ে (অভিযান) থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইবো।
খুলনা গেজেট/এনএম