খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

ওড়িশায় আঘাত হেনে শক্তি হারায় ‘দানা’

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশায় তাণ্ডবের পর ঘূর্ণিঝড় ‘দানা’ শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। এখন এটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নিতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ খবরে বলা হচ্ছে, ঝড়টির শেষের অংশ সম্পূর্ণভাবে স্থলভাগে ঢুকে পড়ে শুক্রবার সকাল সাড়ে ৭টায়। এরপরই গতি কমেছে ঘূর্ণিঝড় ডানার। প্রথমে তীব্র ঘূর্ণিঝড়ের আকারে থাকলেও গতিবেগ কমে দুপুরের মধ্যে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে শুরু করে।

ঘূর্ণিঝড় ‘দানা’ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টা ১২ মিনিটে ওড়িশার উপকূলে আঘাত হানা শুরু করে। রাজ্যটির ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান হয়ে স্থলভাগ তছনছ করে ঘূর্ণিঝড়টি। প্রায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে তাণ্ডব চলায় বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ধামারার একাধিক এলাকায় গাছ উপড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে দিঘার মেরিন ড্রাইভ। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে ওড়িশার একাধিক জেলায়। অবশ্য ভালো খবর হচ্ছে, ইতিমধ্যেই যোগাযোগ স্বাভাবিক করেতে উপড়ে পড়া গাছ কাটার কাজ শুরু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি পশ্চিমবঙ্গে। তাই সকাল ১০টায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়। চালু করা হয় কলকাতা বিমানবন্দর, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও। এ ছাড়া অঞ্চলটিতে সড়ক যোগাযোগ অনেকটাই স্বাভাবিক। তবে আতঙ্কে অনেকেই শুক্রবার বাড়ির বাইরে বের না হওয়ায় সড়কে যাত্রী কম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!