খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

ওটিটি প্লাটফর্মে সাকিব আল হাসান!

বিনোদন ডেস্ক

হোক খেলার মাঠ, নতুন নতুন ব্যবসা, বিজ্ঞাপন কিংবা ব্যক্তিগত জীবন; সবসময় যেন ভক্ত-সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার প্রথমবারের মতো সাকিবের দেখা মিললো ওটিটি প্ল্যাটফর্মে।

ইশোর আয়োজনে ‘ইনসাইড স্টাইল’ নামে একটি লাইফ স্টাইল শো মুক্তি পেয়েছে সম্প্রতি। মোট ৫ পর্বের এই রিয়েলিটি শোয়ের তৃতীয় পর্বে এসে জানা যাচ্ছে সাকিব আল হাসানের জীবনের গল্প।

সাকিব ছোটবেলা থেকেই ভাবতেন পেস বল করবেন, হবেন ওয়াসিম আকরামের মতো। আর স্পিন করলে সাকলাইন মোস্তাকের মতো হবেন। এছাড়া সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকারের খেলা দেখতেন পাগলের মতো। যে কারণে তিনি ভিসিআর কিনে প্রচুর খেলা দেখতেন। তার সংগ্রহেও রয়েছে অনেক ডিভিডি।

তাই সাকিব তার বাসার একটি রুম সাজাতে চান, যেখানে তার ভিসিআর ও ডিভিডির বিশাল সংগ্রহ থাকবে। যেখানে তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক ও স্মরণীয় মুহূর্তগুলো তার সামনে দেখতে পাবেন। সাকিব চান একটি শান্ত ও নিরিবিলি স্থান। যেখানে বসে তিনি ক্রিকেট বিশ্লেষণ করতে পারবেন। তাই তিনি ইশোর শরণাপন্ন হন। গণমাধ্যমকে তথ্যগুলো জানান ‘ইনসাইড স্টাইল’-এর প্রযোজক রেদওয়ান রনি।

সেখান থেকেই ‘ইনসাইড স্টাইল’-এর প্রথম সিজনের তৃতীয় পর্বে দেখা মিললো সাকিব আল হাসানকে। সেখানে ইশো সাকিবের মন মতো রুম ডেকোরেট করে দেয়। পুরো পর্বটি ১৮ মার্চ রাতে মুক্তি পেয়েছে চরকিতে। বাকি দুটি পর্ব মুক্তি পাবে ২৫ মার্চ ও ১ এপ্রিল।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!