খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ
খুলনায় অবস্থান কর্মসূচি

বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিয়ে আওয়ামী সরকার ফৌজদারী অপরাধ করেছে। সে জন্য এই রেন্টাল-কুইক রেন্টালের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিৎ। এরা জনগণের দুশমন বলেই বিদ্যুতের মতো অতি আবশ্যকীয় একটি খাতকে চুরির খনিতে পরিণত করেছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র এবং নির্বাচনকে বরবাদ করে আমজনতার মৌলিক নাগরিক চাহিদার সমাধানের পথে না গিয়ে মেগা প্রজেক্টের প্রতি অতি আগ্রহের প্রতিফলনই হলো বর্তমান দুর্বিষহ লোডশেডিং। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি ও কুইক রেন্টালের নামে কুইক চুরি বর্তমান সরকারের কর্মসূচি। অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার (০৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বয়রাস্থ ওজোপাডিকো লিঃ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। পরে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। তারা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে জোর দাবি জানান।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, এসএম শামীম কবির, আশরাফুল আলম খান নান্নু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, মনিরুজ্জামান লেলিন, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইদুজ্জামান খান, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, শামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেইম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান সান্টু, নাদিমুজ্জামান জনি, মোল্লা কবির হোসেন, উজ্জ্বল কুমার সাহা, খান ইসমাঈল হোসেন, শেখ হেমায়েত হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রী, শাহিন শেখ, এসএম সরওয়ার, শরিফুল ইসলাম বাবুল, হাফেজ জাহিদুর রহমান, মাসুম বিল্লাহ, শফিক, মাস্টার আমিরুল ইসলাম, শফি খান, দিদার হোসেন, কবির শেখ ও হিরণ প্রমুখ।।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!