খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে লক্ষ টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অকটেন, পেট্রোল ও ডিজেল ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর দায়ে পৌরসদরস্থ দু’ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন পৌরসদরের
আসিফ ফিলিং স্টেশন ও জয় মা এন্টারপ্রাইজে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় পরিমাপ যন্ত্রে কৌশলে কারচুপির সত্যতা পাওয়ায় আসিফ ফিলিং স্টেশন’কে ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ’কে ২০ টাকা সহ সর্বোমোট লক্ষ টাকার জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ওজনে কম দিয়ে ক্রেতাসাধারণকে ঠকানোর দায়ে দু’ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে খুলনা বিএসটিআই পরিদর্শক মো: রাকিব ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!