অর্থ আত্মসাৎ এবং প্রতারণার দায়ে ভারতের উত্তরপ্রদেশে তিনজনকে গ্রেপ্তার পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতের বৃহত্তর নয়ডা থেকে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের স্ত্রী সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায় বচ্চনের ছবি সম্বলিত একটি নকল পাসপোর্ট উদ্ধার করে তারা। ভুয়া পাসপোর্ট নিয়ে ওই তিন ব্যক্তি কী উদ্দেশ্যে কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং পিংকভিলার প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্টে ঐশ্বরিয়ার ছবি রয়েছে। জন্মস্থান গুজরাট ও জন্ম তারিখ ১৯৯০ সাল লেখা রয়েছে।
খবরে আরও জানানো হয়, ১ কোটি ৮০ লাখ টাকা প্রতারণাকাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি একটি ওষুধের কোম্পানি রয়েছে। তারার ডেটিং অ্যাপ ও ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন। তাদের একটি ওষুধ কোম্পানিও রয়েছে। যেটির আড়ালে বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে তারা।
গ্রেফতার ওই ব্যক্তিদের থেকে ঐশ্বরিয়ার ছবি সংবলিত একটি জাল পাসপোর্টসহ নগদ আড়াই লাখ জব্দ করা হয়েছে। এছাড়া ১১ কোটি টাকার জাল নোট এবং মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রাও ছিল তাদের কাছে।
উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও ঐশ্বরিয়ার পাসপোর্ট নকল করে জালিয়াতির ঘটনা ঘটেছে।
খুলনা গেজেট/ এসজেড