বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। গত বছরের পুরো সময়টাই এই তারকা দম্পত্তির বিবাহ-বিচ্ছেদ জল্পনা নিয়ে উত্তাল ছিল সারা বি-টাউন।
শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে। যদিও এ সত্যতা পাওয়া যায়নি। এরই মধ্যে এক জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনা ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন সেই জ্যোতিষী। একটি ট্যারট কার্ড ব্যবহার করে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিয়ের সম্ভাব্য ভবিষ্যৎ পড়ে শোনান তিনি। জানান, এই দম্পতিকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
গীতাঞ্জলি বলেন, ‘আমি বলব যে সেপ্টেম্বর পর্যন্ত তাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকবে।’ তাদের দাম্পত্য জীবনে সমস্যার কারণও বলেছিলেন। গীতাঞ্জলি বলেন, ‘এখানে টাকা খুবই গুরুত্বপূর্ণ। দু’জনের মধ্যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ ট্যারট কার্ডে টাকার বিষয়টিই বেশি উঠেছে।’
গীতাঞ্জলি আরও বলেন, ‘টাকা নিয়ে তারা খুশি নয়। এছাড়াও, তাদের চারপাশে অনেক বিধিনিষেধ রয়েছে।’
খুলনা গেজেট/জেএম