আজ ২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের এই দিনে কারফিউ ভেঙে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা ছাত্র সমাজ ও জনতা জানিয়ে দিলো বাঙালিরা কারও কাছে মাথা নত করবে না।
‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র খুলনা জেলা ও নগর শাখা আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।
দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর সভাপতি লোকমান হাকিম সভায় প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন দলের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসিন।