খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

‘এ বছরও হজযাত্রী পাঠানো হবে না’

গে‌জেট ডেস্ক

বৈশ্বিক কোভিড-১৯ মহামারির কারণে গত বছরের মতো এ বছরও সৌদি আরবে হজযাত্রী পাঠানো হবে না। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় সংসদে এই কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, মহামারিতে হজ পালনের অনুমতি না পাওয়ায় গত বছর হজযাত্রী পাঠানো বন্ধ ছিল। এ বছরও তা বন্ধ থাকবে। তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কাজ সম্পন্ন করতে ই-হজ সিস্টেম চালুসহ হজ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।

জায়গা সংকুলান না হওয়ায় হজক্যাম্প ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্প ভবন সংস্কার কাজ চলছে। ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার জন ইমামকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!