খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

এ্যাজাক্স জুট মিল পরিদর্শনে জেলা প্রশাসক ও শ্রম পরিচালকের কর্মকর্তারা

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর ব্যক্তি মালিকানাধীন বন্ধকৃত এ্যাজক্স জুট মিলের সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষে জেলা প্রশাসক ও শ্রম পরিচালকের কর্মকর্তারা মিল পরিদর্শন করেন। ২২ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় মিলে যান কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলী, শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর উপ- মহা পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ খুলনা সিনিয়র এএসপি মোঃ আরিফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ কবির হোসেন। এছাড়াও ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের একান্ত সচিব কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, এ্যাজাক্স জুট মিলস সিবিএ সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

জানা যায়, শ্রমিক নেতৃবৃন্দের পাওনাদিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ জুলাই খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রি পক্ষিয় বৈঠক ডাকা হয়, বৈঠকে মিল মালিক কওসার জামান বাবলা উপস্থিত হয়নি। উক্ত বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলীকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।

তারই অংশ হিসেবে মিলের বিভিন্ন স্থান স্বরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা। এসময় শ্রমিকের চুড়ান্ত পাওনাদি পরিশোধের পূর্বে মালিক মিলের অভ্যন্তরের কোন সম্পত্তি বের করতে বা লিজ দিতে পারবে না বলে শ্রমিকরা দাবি করেন।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!