খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে
রবের স্মরণ সভায় নগর আ’লীগ সভাপতি

এস এম এ রব মুজিব আদর্শের একজন জনবান্ধব রাজনৈতিক নেতা ছিলেন

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, এস এম এ রব মুজিব আদর্শের একজন জনবান্ধব রাজনৈতিক নেতা ছিলেন। তিনি প্রতিদিন সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক বিভিন্ন উপকার করতেন। অল্প সময়ের মধ্যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে অত্যন্ত সুসম্পর্ক গড়েছিলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এস এম এ রব রাজনীতিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। রবের মত মানুষকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধু’র আদর্শকে বাস্তবায়ন করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এস এম এ রবের ২০ তম শাহাদাৎ বার্ষিকীতে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, নুর ইসলাম বন্দ, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, এ্যাড. খন্দকার মজিবর রহমান, অধ্যক্ষ আলমগীর কবীর, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, মো. মোজাম্মেল হক হাওলাদার, ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যা. রুনু ইকবাল, এ্যাড. আব্দুল লতিফ, মাকসুদ আলম খাজা,

মনিরুজ্জামান খান খোকন, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, সফিকুর রহমান পলাশ, সমীর কৃষ্ণ হীরা, টিএম আরিফ, মো. মোতালেব মিয়া, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, এস এম আকিল উদ্দিন, মুন্সি নাহিদুজ্জামান, জামিল খান, তোতা মিয়া, মো. রিয়াজ হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, আবুল কালাম আজাদ, শিপন, আসাদুজ্জামান বাবু, ইকতিয়ার মোল্লা, আব্দুর জব্বার হীরা, জহির আব্বাস, মাহমুদুল ইসলাম সুজন, দিদারুল আলম, ইয়াসির আরাফাত, মাহমুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, শংকর কুন্ডু, পরশ আহমেদ, মুক্তাজুল ইসলাম সোহাগ, টিকলী শরীফ, ওমর কামাল, পিয়াল, আলামিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।স্মরণ সভা শেষে এস এম এ রবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় বসুপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নোত মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আলী আকবর টিপু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, এ্যাড. এনামুল হক পিপি, মুন্সি আইয়ুব আলী, শেখ জাহিদুর রহমান, মো. জাহিদুল হক, চ. ম. মুজিবর রহমান, সরদার আব্দুল হালিম, মো. মোতালেব মিয়া, জাকির হোসেন, মো. আমির হোসেন, টি এম আরিফ, শরীফ এনামুল হক, রফিকুল ইসলাম পিটু, রুহুল আমিন খান, আলী আকবর, তোতা মিয়া, সোহেল চৌধুরী, আসাদুজ্জামান মিলটন, মঈন খান সেলিম, খাজা মঈন উদ্দীন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আসাদুজ্জামান রিয়াজ। সূত্র প্রেস রিলিজ

খুলনা গেজেট/এমবিএইচ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!