খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

এসএসসি’র ফরম পূরণ আটকে দেয়ায় শিক্ষার্থীদের প্রতিবাদ

গে‌জেট ডেস্ক

করোনাকালে মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য তাই এসএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে। এসএসসি’র ফরম পূরণের সময় শেষ পর্যায়ে থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই শিক্ষার্থীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।

বুধবার (১৯ মে) সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক এসএম শাহিন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ অবিচার করছে উল্লেখ করে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কতৃক কোন প্রকার মূল্যায়ন পরীক্ষা গ্রহণের নির্দেশনা না দেওয়া শর্তেও তথাকথিত মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অজুহাতে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের অরবিন্দ সরকারের ছেলে সবুজ সরকার, একই এলাকার প্রসাদ সরকারের মেয়ে মৌ সরকার, সিন্ধু সরকারের মেয়ে তিথী সরকার, নারায়ণপুর গ্রামের মো. আবদুল মালেকের ছেলে আবদুর রহমান, ভাটপাড়া গ্রামের শাহজান দালালের ছেলে ইস্রাফিল ইসলাম, আখড়াখোলা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে মামুন, দেবনগর গ্রামের আমজেদ হোসেনের ছেলে আল-মামুন।

সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অনুলিপি পাঠিয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!