খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
  আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর

এসএসসিতে যশোর বোর্ডে কমেছে ২১ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, যশোর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। গত বছর (২০২৪) সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭০০ জন। অর্থাৎ, এ বছর ২১ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী কমেছে। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৮৫ জন ছাত্র ও ৭১ হাজার ৯৭৯ জন ছাত্রী। বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীদের সংখ্যা হলো- বিজ্ঞান বিভাগে ৪০ হাজার ১৪৪ জন, মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৮২ জন। গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এ বিষয়ে কয়েকজন প্রধান শিক্ষক জানান, পূর্বে অনেক শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বাধ্য হতে হতো, যা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির চাপে করা হতো। বর্তমানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভাপতির দায়িত্ব পালন করছেন। এতে প্রধান শিক্ষকরা আর অনৈতিক চাপের মুখে নেই। এবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে, আশা করা হচ্ছে, এবারের পরীক্ষার ফলাফল আগের বছরের তুলনায় ভালো হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষাবোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে এবং পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে এবং লাল পতাকা চিহ্নিত করা হবে। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। পরীক্ষার সময় কোনো শিক্ষক বা কর্মকর্তা আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে দায়িত্ব থেকে সাথে সাথে অব্যাহতি দেয়া হবে। পরীক্ষা সংক্রান্ত আইন মেনে চলতে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!