খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়লো টাইগাররা, ভিসা বিড়ম্বনায় তাসকিন-এনামুল

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫.২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন টাইগাররা।

এর আগে দুপুর না গড়াতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড়। সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে তা। সঙ্গে ছিল উৎসুক জনতার চাপ। এশিয়া কাপে অংশগ্রহণের জন্য দেশ ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। এই উপলক্ষেই ভিড় করছিলেন সংবাদকর্মী, ভক্ত-সমর্থক ও উৎসুক জনতা।

দুবাইয়ের উদ্দেশ্যে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়বে সাকিব আল হাসানের দল। দুপুর থেকে একে সব ক্রিকেটার টার্মিনাল টু-এর বিজনেস ক্লাস গেইট দিয়ে প্রবেশ করলেও দেখা মিলছিল না সাকিবের। পরে জানা গেল তিনি ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেন।

ভিড় এড়াতেই যে সাকিব সংবাদকর্মীদের ফাঁকি দিলেন সেটা বোঝাই যায়। সাকিব ভিআইপি গেইট দিয়ে বিমানবন্দরে ঢুকে গেছেন এটা জানতেই কমতে থাকে ভিড়।

এদিকে আজ দলের সঙ্গে যাচ্ছেন না এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। আরব আমিরাতের ভিসা পেতে দেরি হওয়ায় তারা আজ দলের সঙ্গে যেতে পারছেন না। আগামীকাল তাদের যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া টিম বয় বুলবুলও একই কারণে দলের সঙ্গে যেতে পারেনননি। আগামীকাল যাবেন তাসকিনদের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২৭ অগস্ট) থেকে শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।

ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

টুর্নামেন্টের পর্দা ওঠার পরদিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর। প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈম।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!