খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে ৫৬১, জরুরি অবস্থা জারি
  ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই: উপদেষ্টা আসিফ মাহমুদ

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভারতের জন্য দুঃসংবাদ

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপ। আর অক্টোবর ও নভেম্বরে গড়াবে বিশ্বকাপ। এর আগে দুঃসংবাদ পেলো ভারত। দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন দলটির তারকা উইকেটকিপার-ব্যাটার রিশভ পন্ত।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত বছর ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। ফলে চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে অধিনায়কত্ব করতে পারছেন না তিনি। একই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি বাঁহাতি ব্যাটার।

চোট থেকে দ্রুত সুস্থ হয়ে উঠলেও ২০২৪ সালের জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না পন্ত। এতে স্পষ্ট ওয়ানডে এশিয়া কাপ ও বিশ্বকাপে নামতে পারবেন না তিনি। এরই মাঝে জুনে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না এ হার্ডহিটার।

প্রতিবেদনে বলা হয়, দ্রুত সুস্থ হয়ে উঠছেন পন্ত। তবে পুরোপুরি সুস্থ হতে অন্তত ৭ থেকে ৮ মাস লাগবে। তবে অনেকেই মনে করছেন, আরও বেশি সময় লাগতে পারে।

এর আগে আশা করা হয়েছিল, বিশ্বকাপে ফিরতে পারবেন পন্ত। কিন্তু সেই আশাও শেষ হয়ে গেলো। অবশ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি।

দুর্ঘটনায় পন্তের লিগামেন্টে গুরুতর চোট লেগেছিল। ইতোমরেধ্য তার অস্ত্রোপচার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে তা হয়। এ থেকে সেরে উঠছেন তিনি।

পন্তকে পূর্ণ সহায়তা দিচ্ছে বিসিসিআই। তাকে বোর্ড থেকে সবধরনের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে চোট নিয়ে কাজ করছেন তিনি।

এখন পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন পন্ত। যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে চান তিনি। এজন্য এনসিএর তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করছেন তরুণ ক্রিকেটার।

সম্প্রতি ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে দেখা গিয়েছিল পন্তকে। অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা গেছে তাকে। ঘনিষ্ঠ বন্ধুরা বলছেন, যেকোনও সাহায্য ছাড়া তার হাঁটতে অন্তত কয়েক সপ্তাহ লাগবে।

কেউ কেউ বলছেন, প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন পন্ত। তবে ফিরে আসার পর উইকেটকিপিং করতে তার আরও সময় লাগতে পারে। দীর্ঘ সময় বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। ফলে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে কেএস ভরত, কেএল রাহুল, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে বিবেচনা করছে বিসিসিআই।

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের প্রস্তুতির জন্য তিনদিনের ক্যাম্প করতে আজ বুধবার (২৬ এপ্রিল) সিলেট যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তামিমদের সঙ্গে সিলেট না গিয়ে সাকিব আল হাসান উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রে।

ঘরের মাঠে আইরিশদের কাছ থেকে সব ট্রফি রেখে দেয়ার পর, এবার আয়ারল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি আয়ারল্যান্ডে হলেও ম্যাচগুলো হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানকার পিচে বাউন্স থাকায় কোচ হাথুরুসিংহে দলকে অনুশীলনের জন্য সিলেটে নিয়ে যাচ্ছেন।

তবে দলের সঙ্গে সিলেট যাচ্ছেন না বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। কারণ পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি। যার জন্য ছুটিও নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অনেক বছর পর এবারের ঈদ বাবা-মার সঙ্গে মাগুরায় করলেও, সাকিবের এবারের ঈদ কেটেছে স্ত্রী ও সন্তানদের ছাড়াই। যার কারণেই যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতেই যাচ্ছেন।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সিলেটের প্রস্তুতি ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই মুহূর্তে আইপিএল খেলতে ভারতে রয়েছেন লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। তারাও ভারত থেকে দলের সঙ্গে যোগ দিবেন। বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে দুই ভাগ হয়ে, যার বড় বহরটি যাবে ৩০ এপ্রিল দিবাগত রাতে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আগে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই সাকিব যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। তারপর ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।

এর আগে মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে এক ম্যাচ পরিত্যক্ত হলেও অপর দুই ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। সমান টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আইরিশদের হারায় ২-১ ব্যবধানে। আর সফরের একমাত্র টেস্টেও আইরিশদের বিপক্ষে মিরপুরে বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!