খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

এশিয়ান অনলাইন দাবায় রানী হামিদ ১১তম

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান সিনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপের উর্ধ্ব-৬৫ বিভাগে বাংলাদেশের রানী হামিদ ১১তম হয়েছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার ৯ ম্যাচ খেলে পেয়েছেন সাড়ে চার পয়েন্ট। সোমবার রানী হামিদ মালয়েশিয়ার লিম কিয়ান হয়া, ভারতের ভি কামেশ্বরণ, নিউজিল্যান্ডের ইসহাক সেফিরিনো ও হংকংয়ের হেইন ক্লেমেন্ত মারি গিরাডকে হারান। ড্র করেন সিরিয়ার এলবাবা এজাতের সঙ্গে। তার হার চার ম্যাচে- হেরেছেন কাজাকস্তানের প্রিমবেতভ মারাত, ইরানের ফার্দবেহবানি বেহনাম, মঙ্গোলিয়ার সেরজমাইয়াদাগ দেমদিন ও তাজিকিস্তানের জিয়ায়েভ নেগমাতের কাছে।
উর্ধ্ব-৬৫ বিভাগে কাজাকস্তানের প্রিমবেতভ মারাত সাড়ে সাত পয়েন্টে পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সাত পয়েন্ট নিয়ে মঙ্গেলিয়ার খাগভা জামবালদো রানারআপ হয়েছেন। ইরানের আরদেসিরপোর হোসেইন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে হয়েছেন তৃতীয়। এই গ্রুপে এশিয়া ও ওশেনিয়ার ৬টি অঞ্চলের ১৯ জন খেলোয়াড় অংশ নেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!