সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে ভেন্যু নিয়ে জলঘোলা হয়নি। আয়োজক পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় শেষ মুহূর্তে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ ভেন্যু রাখা হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এমনকী টিম ইন্ডিয়া ফাইনালে খেলায় আয়োজক হয়েও শিরোপা নির্ধারণী ম্যাচ নিজেদের মাটিতে করতে পারেনি পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলার সময়ই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারাও ভারতে খেলবে না। মেয়েদের বিশ্বকাপ, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেনুতে। ক্রিকেটে জটিলতা থাকলেও ভারতে আসতে পারে পাকিস্তান হকি টিম।
সামনেই হকির এশিয়া কাপ। এবারের পুরুষ হকি এশিয়া কাপ হবে বিহারের রাজগিরের নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সে। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্ট। সোমবার পাকিস্তান হকি সংস্থার তরফে ঘোষণা করা হয় যে ভারতে হতে চলা এশিয়া কাপে খেলতে আসবে পাকিস্তান হকি দল। শেষ বার ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। সেই ৬ দলের টুর্নামেন্টে ৫ নম্বরে শেষ করে পাকিস্তান হকি টিম।
পাকিস্তানের আসা নিয়ে ভারতের হকি ফেডারেশেনের সভাপতি দিলীপ তিরকে গণমাধ্যমকে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ পৃথিবীর যে কোনও জায়গায় হোক না কেন, তা সব সময় রোমাঞ্চকর হয়। এই ম্যাচ সব সময়ই উপভোগ্য। ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। খুব ভালো ম্যাচ হয়েছিল। আশা করি এবারও রাজগিরে এশিয়া কাপে প্রচুর দর্শক থাকবে।’
বিহারের রাজগিরে অনুষ্ঠিত এই ৮ দলের টুর্নামেন্টে ভারত,পাকিস্তান ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও মালয়েশিয়া খেলবে। বাকি দুই দল যোগ্যতা অর্জন পর্ব থেকে ঠিক হবে।
খুলনা গেজেট/এএজে