খুলনা, বাংলাদেশ | ১৪ আষাঢ়, ১৪৩১ | ২৮ জুন, ২০২৪

Breaking News

  চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের আগুনে নিহত ৩
  বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এশিয়া কাপে মেয়েদের দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি

গেজেট ডেস্ক

মেয়েদের এশিয়া কাপ শুরু হতে আর বেশিদিন নেই। আগামী মাসের মধ্যভাগে শ্রীলংকার মাটিতে বসবে এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। এশিয়া কাপ দিয়ে দীর্ঘসময় পর জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

এশিয়া কাপে এবার আটটি দল অংশ নিতে যাচ্ছে। চার দলের দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলো। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

নারী এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই। ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

বাংলাদেশের ১৫ সদস্যের দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!