শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক ঘটনা ইঙ্গিত দেয় এশিয়া কাপের ভাগ্য বদলে যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল বাংলাদেশে হতে পারে আসরটি। এখন আবার নতুন করে আলোচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। ছয় দলের এই টুর্নামেন্টটি দ্বীপ দেশ থেকে সরে হতে পারে মধ্যপ্রাচ্যের দেশটিতে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ দিনের টুর্নামেন্টটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। ২৬ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আসরটি হওয়ার কথা।
ক্রিকবাজের খবরে জানা গেছে, লঙ্কান বোর্ড টুর্নামেন্টটি আয়োজন করতে রাজি ছিল। কিন্তু গত এক সপ্তাহে পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিন হয়েছে। দেশটির রাষ্ট্রপতি পালিয়ে গেছেন। নতুন রাষ্ট্রপতি শপথ নিয়েছেন। বিক্ষোভে উত্তাল পুরো দেশটিতে।
এসিসির একজন সদস্য ক্রিকবাজকে বলেন, ‘এমন পরিস্থিতিতে সেখানে এই টুর্নামেন্ট আয়োজন করা ঠিক নয়।’
অবশ্য এসএলসি অস্ট্রেলিয়ার বিপক্ষে সফলভাবে একটি পূর্ণ সিরিজ আয়োজন করেছে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে খেলা চলছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রীলঙ্কাকে সমর্থন করা এবং সেখানে এশিয়া কাপ খেলা। যদি এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় না হয়, তাহলে এটা তাদের বিরাট ক্ষতি হবে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর কোনো সমস্যা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তান সফর নিয়ে কোনো সমস্যা হয়নি।’
খুলনা গেজেট / আ হ আ