খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

এমবিবিএস পরীক্ষায় সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রথম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এ-র অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার (২৮ জুন)। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ২২টি মেডিকেল কলেজের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে। ৫০জন পরীক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৭ জন পরীক্ষার্থী এমবিবিএস পাশ করেছেন। পাশের হার ৯৪%।

সদ্য পাশকৃত এই ৪৭জন নবীন চিকিৎসক খুব শীঘ্রই ইন্টার্নীশীপ ট্রেনিং শুরু করার লক্ষ্যে হাসপাতালে রুগীর সেবায় নিয়োজিত হবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগেও সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এ বছর ষষ্ঠব্যাচ চিকিৎসক হিসেবে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে পাশ করলো শিক্ষার্থীরা। সামেক এর এই অসাধারণ ফলাফলে উচ্ছ্বসিত সাতক্ষীরা মেডিকেল পরিবার।

সামেক থেকে সদ্য পাশকৃত চিকিৎসকদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: রুহুল কুদ্দুস, একাডেমিক কোর্ডিনেটর অধ্যাপক ডা: এএইচ এসএম কামরুজ্জামান, হাসপাতালের পরিচালক ডা: কুদরত ই খোদা নওরোজ, মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ, অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা: এস জেড আতীক, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা: কাজী হাবিবুর রহমান, বিএমএ সাতক্ষীরা জেলা সভাপতি ডা: আজিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, প্রাক্তন সাংসদ ডা: মোখলেছুর রহমান, বিএমএ ও স্বাচিপ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক, দক্ষিণ বাংলার একমাত্র ক্যানসার সার্জারী বিশেষজ্ঞ ডা: মনোয়ার হোসেন, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: শামসুর রহমান, ডা: গাজী নাসিরসহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

নবীন চিকিৎসকরা সাতক্ষীরার ২২লক্ষ মানুষের সেবায় নিয়োজিত হয়ে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন এই প্রত্যাশা সকলের।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!