খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর’র দ্বিতীয় পর্যায়ের চেক সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রদান করা হয়। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ৪৯টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে এবং একটিকে ৫৭ হাজার ৬৬৬টাকা মোট ৪৯ লাখ ৫৭ হাজার ৬৬৬ টাকার চেক প্রদান করা হয়েছে।
এছাড়া জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিলের চেকে ২৫জন দুঃস্থ নারী-পুরুষের মধ্যে ১০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের প্রাপ্ত ৭ লাখ ৭৫ হাজার টাকা মোট নয়টি মসজিদের মধ্যে বিতরণ করা হয়েছে।
রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় জুম’র মাধ্যমে যুক্ত থাকতে পারেননি সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় ক্রীড়া ভাষ্যকার ড. সাঈদুর রহমান। অনুষ্ঠানে বক্তৃতা করেন নগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, কেইউজে’র সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ প্রমূখ।
উপস্থিত ছিলেন তাজদিক-উর-রহমান জয়, শেখ ইমরান হোসেনসহ বিভিন্ন মসজিদের সভাপতি, মাদ্রাসার সুপারবৃন্দ এবং মন্দিরের সভাপতিবৃন্দ। খুলনাতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
খুলনা গেজেট/এআইএন