তারকা সম্পন্ন দল সাজিয়েও নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না জেমকন খুলনা। টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে দলটির টপ অর্ডার। প্রথম ম্যাচে ৩৬ রানে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৫১ রানে ৫ উইকেট হারানোর পর শনিবার চট্টগ্রামের বিপক্ষে উপরের সারির ৫ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেছেন ৫৭ রানে।
প্রথম দুই ম্যাচে খুলনাকে বিপদ থেকে উদ্ধার করলেও এই ম্যাচে ব্যর্থ হয়েছে আরিফুল-শামিম জুটি। ফলে চট্টগ্রামের বোলারদের দাপটে মাত্র ৮৬ রানেই অল আউট হয়েছে খুলনা। এর আগে বৃহস্পতিবার ঢাকাকে ৮৮ রানে অল আউট করেছিল চট্টগ্রাম। দুর্দান্ত বোলিং করে ৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
এর আগে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই ম্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে সঙ্গী এনামুল হক বিজয়কে তিনিই প্যাভিলিয়নে পাঠিয়েছেন।
নাহিদুলের বলে সিঙ্গেল নিতে গিয়ে সাকিবের কল শুনতে না পেরে ক্রিজের ওপর পাশে চলে আসেন এই ব্যাটসম্যান। ফলে ৬ রানে ফেরেন তিনি। খানিক পর এই স্পিনারের বলেই ৩ রানে বিদায় নেন সাকিব। ক্রিজে নামা মাহমুদউল্লাহ ১ রানে ফেরেন নাহিদুলের বলে লেগ বিফরের ফাঁদে পরে।
ইমরুল কায়েস এবং জহুরুল ইসলাম মিলে খানিকটা হাল ধরলেও তাইজুলের বলে স্টাম্পিং হয়ে ফেরেন অমি। ১৪ রানে তিনি বিদায় নিলে ১০ম ওভারে ২১ রানে ক্যাচ আউট হন ইমরুল। এরপর দলীয় ৭৩ রনে ১১ রান কর শামিমকে বিদায় করেন মুস্তাফিজ।
সেখান থেকে খুলনার ব্যাটসম্যানদের আর সামনে আগাতে দেননি এই পেসার। শহিদুল ইসলামের রান আউট ছাড়া বাকি সবকটি উইকেটই গেছে মুস্তাফিজের খাতায়। মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় খুলনা। সর্বোচ্চ ২১ রান করেছেন ইমরুল কায়েস।
খুলনা গেজেট/এএমআর