খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত
  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর
  চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারী দগ্ধ

এবার ৩০ জনকে নিয়ে যুবা টাইগারদের দ্বিতীয় ধাপের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের আবাসিক ক্যাম্পে ৪৭ ক্রিকেটারের মধ্য থেকে অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ। ৪৭ জন থেকে কমিয়ে ৩০ জনের দল গঠন করা হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবি এখনও ৩০ জনের এই দল জানায়নি। নতুন এই ৩০ জনকে নিয়েই আগামি ১ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি।

অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্পের শুরুটা হয়েছিল ২৩ আগস্ট যা স্থায়ী হয়েছে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই চার সপ্তাহে ওয়ানডে ফরম্যাটের ৭টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন টাইগার যুবারা। যদিও ৪টি ম্যাচ বৃষ্টিতে ৩০ ওভারে নামিয়ে আনা হয়েছে। এখান থেকেই পারফরম্যান্স বিবেচনায় যুবাদের প্রাথমিক দলের সদস্যদের বেছে নেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র এক সুত্রের দেয়া তথ্যমতে দলে রাখা হয়েছে ৩০ যুবাকে। তাদের নিয়ে ১ অক্টোবর বিকেএসপিতে শুরু হবে ন্যূনতম তিন সপ্তাহের স্কিল ট্রেনিং ক্যাম্প। দৈর্ঘ্যে বেড়ে তা চার সপ্তাহেও উন্নীত হতে পারে। আর এর মধ্য দিয়েই অনানুষ্ঠানিক যাত্রা শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট মিশনের।

সেই লক্ষ্যে চলতি মাসেই প্রাথমিক দলে ডাক পাওয়াদের কভিড টেস্ট করা হবে। এদিকে নবগঠিত দলের অনুশীলনে যোগ দিতে ইতোমধ্যেই কর্মস্থল ঢাকায় ফিরেছেন হেড কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্টয়নার। নাভিদ নেওয়াজ ফিরেছেন ১৭ সেপ্টেম্বর। আর রিচার্ড ফিরেছেনে আজ রাতে। ফিরে দুজনই কঠোর কোয়ারেনটাইনে আছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এতথ্য দিয়েছেন বিসিবি’র ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমামে মো. কাওসার।

তিনি জানালেন, ‘কত সদস্যের দল হয়েছে সেটা আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিয়ে দিব। যা হোক একটা প্রাথমিক স্কোয়াড হয়েছে। তাদের নিয়ে আমরা ন্যূনতম তিন সপ্তাহের একটি স্কিল ট্রেনিং ক্যাম্প করবো। চার সপ্তাহেরও হতে পারে। এটা আরো কিছু সিদ্ধান্ত আছে তার ওপরে নির্ভর করছে। আশা করি ১ অক্টোবর থেকে শুরু করতে পারব। হেড কোচ নাভিদ নেওয়াজ এসেছেন ১৭ সেপ্টেম্বর। আর ট্রেনার স্টয়নার ২২ তারিখ রাতে। ওরা কঠোর কোয়ারেনটাইনে আছে।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!