হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন কোনো সিদ্ধান্ত না দিলে শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নেবে বলে জানায়।
আজ রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘সব ক্লাসের শিক্ষার্থীদের ‘অটোপাস’ দিয়েছে সরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এখন পর্যন্ত সরকার কিছু ভাবছে না। অনেক দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর নয়। এভাবে আর সরকার আমাদের ঘরে বন্দি রাখতে পারবে না। বর্তমানে দেশের সবকিছুই চলছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান করোনার অজুহাত দিয়ে বন্ধ রাখছে সরকার। এভাবে আর চলবে না। সরকার কে? শিক্ষার্থীরাই সরকার। জনগণই সরকার।’
বক্তারা আরো বলেন, ‘আমরা অনেক শান্ত রয়েছি। তবে শান্ত বলে যে আমরা তালা ভাঙতে পারব না, তা নয়। কতটা অশান্ত হতে পারি, সেটা প্রশাসন জানে না। সরকারের প্রতি অনুরোধ, আমাদের অশান্ত হওয়ার সুযোগ দেবেন না।’ দ্রুত ক্যাম্পাস-হল খুলে দিয়ে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক করার দাবিও জানান বক্তারা।
কর্মসূচিতে ‘এক দফা এক দাবি হল-ক্যাম্পাস খোলা চাই’, ‘ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবু ক্যাম্পাস খোলা চাই’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না’, ‘লাথি মার ভাঙরে তালা, হলের ওই বন্দিশালা’—এসব স্লোগান দেয় শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাদির জিলানীর সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
খুলনা গেজেট/এনএম