খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

এবার সচিবদের অপসারণের দাবিতে সচিবালয়ের সামনে ছাত্র-জনতা

গেজেট ডেস্ক

শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা দোষী সচিবদের শাস্তির দাবিতে রাজধানীতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন একদল ছাত্র-জনতা। রোববার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন।

এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে যারা এখনো কর্মরত আছেন, তাদের দ্রুত অপসারণের দাবি জানান।

বিক্ষোভরত ছাত্র-জনতা বলেন, শেখ হাসিনার সময়ে যারা সচিব ছিল তাদের দ্রুত অপসারণ চাই। তারা শেখ হাসিনা সরকারের দালাল। আমরা চাই আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক, সেজন্য আমরা এখানে মিছিল করছি।

তারা আরও বলেন, যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারেও আমাদের একই দাবি। জালিম সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নির্দেশেই গুম, খুন ও হত্যা হয়েছে।

অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিগত ১৭ বছর পদ, পদবি এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। রোববার (১১ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস আব্দুস সাত্তার।

তারা ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের পদলেহী সচিব থেকে অফিস সহায়ক সকলের অপসারণের আল্টিমেটাম দিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!