ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের লড়াইয়ে একে অন্যকে পাল্টা জবাব দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব-বুবলী। কেউ যেন কাউকে ছাড় দিচ্ছেন না।
রোববার (১৪ মে) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অনেকের সঙ্গেই বুবলীর অবৈধ সম্পর্ক’ রয়েছে বলে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন শাকিব। এবার শাকিবের করা সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী।
সংবাদমাধ্যমে দেওয়া আরেক সাক্ষাৎকারে বিষয়টিকে রীতিমতো ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন ‘বসগিরি’ খ্যাত এই অভিনেত্রী।
শাকিব নাকি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন এবং অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন? বলে জানতে চাইলে সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘এটা খুবই হাস্যকর এবং কমন একটা কথা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি। কারণ, কোনো পুরুষ যখন একজন নারীকে অপমান করতে চায় বা হেয় করতে চায়, তখন সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে। কারণ, এটার জন্য কোনো প্রমাণের দরকার হয় না। শুধু বলে দিলেই হয়, যেটা খুবই বাজে মানসিকতার পরিচয়।’
নায়িকা আরও বলেন, ‘শাকিবকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে, আমার মনে হয় এটা তার ভীষণ পছন্দের শব্দ। জীবনের অনেক ক্ষেত্রেই তিনি এটা খুব ব্যবহার করে থাকেন, যেটা দিয়ে উনি কী বোঝান সেটা উনি নিজেই হয়তো জানেন। নাহলে তার মতো ম্যাচিউর একজন মানুষকে কীভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে!’
বুবলী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনও আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও দেখে না আমাকে। কারণ, ওভাবেই আমার জীবন ধারণ করি আমি।’
তাছাড়া সবাই এটা খুব ভালোভাবেই জানেন। নাহলে আপনারা এত বছর তো আমাকে দেখছেন, জানেন, কই কখনও তো এমন কিছু পাননি বা লিখলেন না আমার বিরুদ্ধে। কারণ, আমার জীবনযাপনের বেসিকটা কখনোই উগ্র ধরনের নয়। তাই আপনারা এতদিনেও কেউ কিছু পাননি।
খুলনা গেজেট/এনএম