খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী, অঘোষিত ফাইনালে ৬ উইকেটে হারিয়েছে মোহামেডানকে
  শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
  হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

তাসকিনের পাঁচ উইকেট শিকার

ক্রীড়া প্রতিবেদক

নিজের অষ্টম ওভারে বল করতে নেমে আরেকটি উইকেট পেলেন তাসকিন আহমেদ। ডেভিড মিলারকে ১৬ রানে মুশফিকুর রহিমের ক্যাচ বানালেন। একই ওভারের শেষ বলে কাগিসো রাবাদাকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার। আগের বলে চার মেরে রাবাদা মুশফিকের ক্যাচ হন।

দক্ষিণ আফ্রিকা: ১২৬/৮ (২৯ ওভার)

এবার তাসকিনের শিকার প্রিটোরিয়াস

ডোয়াইন প্রিটোরিয়াসকে ফেরালেন তাসকিন আহমেদ। তাসকিনের করা ২৫তম ওভারের তৃতীয় বল। এবারও এক্সট্রা বাউন্স ছুঁড়ে সাফল্য পেয়েছেন এই ডানহাতি পেসার। হাল ধরার আভাস দেওয়া প্রিটোরিয়াসের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। ক্যাচ ধরেতে ভুল করেননি মুশফিক। ২৯ বলে ১টি করে চার-ছয়ে ২০ রান করেন প্রিটোরিয়াস।

 

তাসকিনের তিন নম্বর, দক্ষিণ আফ্রিকার ছয়

তাসকিন আহমেদের অফ স্টাম্পের বেশ বাইরের বলটা তাড়া করতে গেলেন ডোয়াইন প্রিটোরিয়াস। মাশুল গুণতে হলো সেটির। এজড হয়েছেন, উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে ফিরে গেলেন এ ম্যাচ দিয়ে একাদশে ফেরা প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকার দুর্দশা বাড়ল আরেকটু, ১০৭ রানে হারাল ষষ্ঠ উইকেট।

সাকিবের পর শরিফুলের আক্রমণ, ফেরালেন ভ্যান ডার ডুসেনকে। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা: ৮৩/৫ (১৮.১ ওভার)

এবার সাকিবের ঘূর্ণিতে আউট বাভুমা

তাসকিনের পর এবার আক্রমণ সাকিব আল হাসানের। ফেরালেন অধিনায়ক টেম্বা বাভুমাকে। সাকিবের করা ষোলো তম ওভারের পঞ্চম বল। নিচু হয়ে যাওয়া বলে হাঁটু গেড়ে সুইপ করতে চেয়েছিলেন বাভুমা। কিন্তু আগেই ব্যাট চালিয়ে দেওয়ায় বল লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন বাভুমা। কিন্তু কোনো কাজে আসেনি। তাসকিনের পর সাকিবের আক্রমণে চাপে দক্ষিণ আফ্রিকা। ১১ বলে মাত্র ২ রান করেন বাভুমা।

 

ভেরিয়েন্নের পর তাসকিনের শিকার মালান

ভেরিয়েন্নের পর এবার মালানকে ফেরালেন তাসকিন। তাসকিনের করা ১৫তম ওভারের পঞ্চম বল। বাউন্স ছুঁড়েছিলেন তাসকিন, বল হালকা মুভ করেছিল। মালান একটু এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলে এক্সট্রা বাউন্স হওয়াতে পরাস্ত হন মালান। বল ব্যাটে লেগে চলে যায় উইকেটের পেছনে। অসাধারণ ক্যাচ ধরেন মুশফিক। শুরু থেকে বিস্ফোরক ব্যাটিং শুরু করা মালান অবশ্য এখন খেলছিলেন ধীরে ধীরে। কিন্তু আর এগোতে পারলেন না। ৫৬ বলে ৩৯ রান করেন তিনি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!