খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

এবার মোবাইল গেমে আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা। পবিত্র এই মসজিদে নামাজ পড়তে ইসরাইলিদের বাধার শিকার হওয়া এখন নিয়মিত ঘটনা। এই ঘটনাটিকেই ভার্চুয়ালি তুলে আনতে একটি মোবাইল গেম বানিয়েছে ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুক। গত সপ্তাহে রিলিজের পরপরই গার্ডিয়ানস অব আল-আকসা নামের গেমটি প্যালেস্টাইনে ভাইরাল হয়ে যায়।

মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন। গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হচ্ছে এ সপ্তাহে। ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ গেমটির অর্ধেকেরও বেশি ইউজার তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার। ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গেমটির অহিংস প্রকৃতির কথা উল্লেখ করে আল-লুকলুক বলেছে, এটি খেলোয়াড়দের কাছে এই বার্তা পৌঁছে দেয় যে, গেটের চাবি অর্থাৎ আল-আকসার মুক্তি- কেবল জ্ঞান এবং প্রজ্ঞা অর্জনের মাধ্যমেই পাওয়া যায়।

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ইসরাইলি পুলিশ আল-আকসা প্রাঙ্গণের আল-রহমা গেটটি বন্ধ করে মুসল্লিদের প্রবেশ করতে বাধা দিয়েছিল। তখন বেশ কয়েকদিন ধরে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!