উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যায়ের (ববি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌনে ৫টায় তারা অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক গাড়ি আটকে পড়েছে।
এর আগে, সোমবার রাত থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ আমরণ অনশনে বসেন। মঙ্গলবার অনশনরত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ধারাবাহিক আন্দোলনে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। উপাচার্য শুচিতা শরমিন ফ্যাসিস্ট পুনর্বাসন করছেন। তাকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। আন্দোলনের অংশ হিসেবে গতকাল রাতে অনশন কর্মসূচি শুরু করা হয়। কিন্তু ববি প্রশাসন থেকে কেউ খোঁজ নেয়নি। আমরা এমন অযোগ্য ভিসিকে আর দায়িত্বে দেখতে চাই না।
শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ভিসি শিক্ষার্থীদের ওপর হাসিনার মতোই ফ্যাসিস্ট হয়ে আরোপিত হয়েছেন। তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়নে, অসহায় শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করেননি। আমরা তার পদত্যাগ চাই।
এর আগে, শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক কর্মচারী।
মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অবরোধস্থলে আমি আছি। শিক্ষার্থীদের অনুরোধ করেছি, জনভোগান্তি দূর করতে। আশা করছি, দ্রুত সময়ে তারা সড়ক ছেড়ে দেবেন।
খুলনা গেজেট/এএজে