ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। এবার ভারতের গুজরাটে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগটি। দেশটির স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিমোলজিক্যালের (এনসিএস) বরাতে প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, রোববার বেলা ৩টা ২১ মিনিটে গুজরাটের রাজকোটে চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এক টুইট বার্তায় এনসিএস লেখে, ‘২৬-০২-২০২৩, ৩টা ২১ মিনিট ১২ সেকেন্ডে চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি রাজকোটে আঘাত হানে।’
তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে আজ ভোরে পাপুয়া নিউগিনিতে ছয় দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আর গতকাল জাপান, তুরস্ক ও বাংলাদেশেও ভূমিকম্প হয়।