খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রায় এক সপ্তাহ ধরে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর নিয়ে নানা ধরনের চর্চা হচ্ছে। শুরু থেকেই এ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা কথা সামনে আসছে। তবে এ ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায়নি আফ্রিদিকে।

এবার একটি বেসরকারি টেলিভিশনে বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন আফ্রিদি। এ নিয়ে কথা বললেও কবে বিয়ের আনুষ্ঠানিকতা করছেন, তা জানাননি তিনি। এ ইউটিউবার জানান, কাবিন হয়েছে তাদের। পারিবারিক আয়োজনে হয়েছে। সেই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমি গাড়িতে বসে জানতে পারি গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার আগেই দেখি আপলোড হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম বাসায় যাব, তারপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সেই সময় আর পেলাম কই।

আফ্রিদি বলেন, ছবি তো অনেকেই পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু ও বিয়ে মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। কখন, কার কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও কোনো হাত নেই। আমি তো মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম। পরিবার নিয়ে দেখতে গেছি, আর সেখানেই কাবিন হয়ে গেছে।

এ ইউটিউবারের স্ত্রীর নাম রামিসা আল রিসা, আর তার যমজ বোনের নাম রাইসা আল রোজা। শুরুতে যখন বিয়ের খবর ছড়িয়ে পড়ে, তখন রাইসার কথা জানাজানি হয়। এ ব্যাপারে আফ্রিদি বলেন, সমস্যা হচ্ছে, মানুষ কনফিউজড, তারা তো যমজ বোন। মূলত যমজ বোন হওয়ার জন্যই অনেকে আমার শালিকে (শ্যালিকা) আমার স্ত্রী বলছেন। একদিক থেকে এসব হাস্যকর মনে হয়।

এদিকে কাবিন হলেও এখনই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে না। এ নিয়ে আফ্রিদি বলেন, বিয়ে হচ্ছে একটা দায়িত্ব। এখন সবার কাছে দোয়া চাইব, আমার জীবনকে যেন গুছিয়ে রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় আপনাদের মাঝে ভালোবাসা নিয়ে থাকতে পারি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!