খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

বিবিসি ও ডয়চে ভেলে নিষিদ্ধ হলো রাশিয়ায়

আন্তর্জা‌তিক ডেস্ক

রাশিয়ায় নিষিদ্ধ করা হলো বৃটিশ গণমাধ্যম বিবিসি ও জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে। এর আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে। ধারণা করা হচ্ছে, এর জবাবেই বিবিসি ও ডয়চে ভেলের মতো পশ্চিমা গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে মস্কো। তবে রাশিয়ার এমন অবস্থাকে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর চাপ হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি। এক রিপোর্টে গণমাধ্যমটি জানায়, বিবিসির রুশ ভাষা বিভাগের ওয়েবসাইট রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ডয়চে ভেলে, রেডিও লিবার্টি এবং মেডুজা মিডিয়া আউটলেটের মতো প্রতিষ্ঠানগুলোকেও নিষিদ্ধ করেছে রাশিয়া।

ওদিকে, রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ একটি নতুন আইন পাশ করেছে তাতে সশস্ত্র বাহিনীর ওপর ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর প্রচারকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এজন্য বড় অর্থের জরিমানা এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ডের বিধান রাখা হয়েছে। একইসঙ্গে রুশ সংবাদমাধ্যমকে ইউক্রেন আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার টিভি রেইনের সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

রুশ টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ করেছে যে, এই চ্যানেল থেকে কট্টরপন্থায় উসকানি দেয়া হচ্ছে, রুশ নাগরিকদের অপমান করা হচ্ছে, জাতীয় স্থিতিশীলতা হুমকির মুখে ফেলা হচ্ছে এবং বিক্ষোভে উস্কানি দেয়া হচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!