খুলনা বিভাগীয় শ্রম ভবন ঘেরাও কর্মসুচির পর, এবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করবে মহসেন জুটমিল শ্রমিক-কর্মচারীরা। খুলনার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক-কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পুর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তিনঘন্টা শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়।
সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খাঁ’র সভাপতিত্বে ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় কর্মসুজি চলাকালে বক্তৃতা করেন- মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মহসেন জুটমিলস শ্রমিক কলোনীতে শ্রমিক জনসভা এবং আগামী ২০ সেপ্টেম্বর রবিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
নেতৃবৃন্দ বলেন, মিল মালিক জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে মিলের সিবিএদের সাথে আতাঁত করে একের পর এক ওয়াদা ভঙ্গ করছে। তাই মালিক ও সিবিএ নেতাদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন বক্তারা।
এদিকে ঘেরাও কর্মসূচী চলাকালীন শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান ও জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিবুল হাসান উপস্থিত হয়ে শ্রমিকদের বলেন, মিল মালিক এক সপ্তাহের সময় চেয়েছেন, কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি। ১৭ সেপ্টেম্বর হাজিরার দিন আদালতই এর ব্যবস্থা নিবেন।
খুলনা গেজেট/এআইএন