খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

এবার দারাজসহ ২৩ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

গে‌জেট ডেস্ক

দারাজ, প্রিয় শপসহ ২৩টি ই-কমার্স প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত ২৯ জন নির্বাহী কর্মকর্তার হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত শাখা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চলতি সপ্তাহের শুরুতে বিএফআইইউ এ নির্দেশনা জারি করেছে এবং এই নির্দেশনায় ব্যাংকগুলোকে এসব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয় ৪৯টি ই-কমার্স প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে এবং এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও অর্থপাচারের বিষয়টি সিআইডি ও অন্যান্য সংস্থা তদন্ত করছে।

বিএফআইইউ এমন সময় এ নির্দেশনা জারি করলো যখন সরকার ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইভ্যালি ও ই-অরেঞ্জসহ বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ করে না। বর্তমানে ইভ্যালি ও ই-কমার্সের প্রধান কর্মকর্তারা কারাগারে আছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!