এবার থাকছে না ঈদ স্পেশাল ট্রেন। নেয়া হবে না বাড়তি যাত্রীও। বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কয়টি ট্রেন চলবে। এমনটাই জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলপথমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে রেলওয়ের আলাদা কোনো আয়োজন নেই। ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে। টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেটি নিয়ন্ত্রণের জন্য (এক্সেস কন্ট্রোল) দেশের বড় স্টেশনগুলোতে বেড়া নির্মাণ প্রকল্পের কাজ চলছে। ঈদেও এখনকার মতই স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কয়টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। সরকার ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়ি যাওয়াকে নিরুৎসাহিত করছে। কাজেই আমরা ট্রেন বাড়াব না। তিনি করোনা সংকট থেকে নিজেদের রক্ষার জন্য যে যেখানে আছেন সেখানে থাকার আহ্বান জানান।
খুলনা গেজেট / এমএম