কোপা আমেরিকা কাপে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। দলের সাফল্যে আশাবাদী এই আর্জেন্টাইন তারকা। তবে দল ভারসাম্যপূর্ণ না হলে কোনোভাবেই সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশ সময় রাত ৩টায় খেলাটি শুরু হবে।
আর্জেন্টাইন মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘দল আমার ওপর নির্ভরশীল নয়। তবে দল ভারসাম্যপূর্ণ না হলে কোনোভাবে আমরা লক্ষ্যে পৌঁছতে পারব না। আমরা কঠোর অনুশীলন করছি, দল সঠিক পথেই এগোচ্ছে।’
আর আর্জেন্টিনা দলের হয়ে খেলা প্রসঙ্গে এই বার্সেলোনা তরকা বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে প্রীতি ম্যাচ হোক, বাছাই পর্বের ম্যাচ হোক, কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ— প্রতিটি ম্যাচই আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি আমি।’
করোনা প্রসঙ্গে মেসি বলেন, ‘করোনা নিয়ে আমরা চিন্তিত, এই ভাইরাসে সংক্রামিত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। আমরা সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু বিষয়টা সহজ নয়। আমরা চেষ্টা করছি যাতে কারোর করোনা না হয়, কিন্তু সবসময় করোনাক্রান্ত হওয়া থেকে বাঁচার রাস্তাটা নিজেদের ওপর থাকে না।’
গোল ডটকমের খবরে জানা গেছে, ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ সালে তারা ফাইনালে উঠেও দুবারই চিলির কাছে হেরেছিল। আর দুবছর আগে ব্রাজিলের সঙ্গে বিতর্কিত ম্যাচে সেমিফাইনালে হেরে যায় মেসিরা।
মেসি বলেন, ‘এবার আঘাত করতেই হবে। কোপা আমেরিকায় সেই সম্ভাবনা আছে। কয়েকবার খুব কাছে এসেও দুর্ভাগ্যজনক ভাবে হারতে হয়েছে।’