ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র ‘বাহুবলী’র দুটি সিজন দেখেও যাদের মন ভরেনি, মনে হয়েছে আরও একটু হলে ভালো হতো তাদের জন্য সুখবর। আসছে ‘বাহুবলী : বিফোর দ্য বিগিনিং’। এটি রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিনেমার তৃতীয় অংশ নয়। এটি আসছে ওয়েব সিরিজ আকারে।
কুণাল দেশমুখ এবং রিভু দাশগুপ্তর পরিচালনায় দর্শক দেখতে পারবেন ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং’। ‘জান্নাত’, ‘জান্নাত ২’-এর মতো ছবি পরিচালনা করেছেন কুণাল। আর রিভু দাশগুপ্তের পরিচালনায় ‘দ্য গার্ল অন ট্রেন’ এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
কাহিনিকার আনন্দ নীলকান্তন ‘রাইজ অব শিবগামী’ নামে একটি উপন্যাস লিখে ফেলেছেন। যেখানে থাকছে শিবগামীর রানি হয়ে ওঠার গল্প। আর তা নিয়েই ‘বাহুবলী : বিফোর দ্য বিগিনিং’। ছবি যেহেতু ৩০ বছর আরও পিছিয়ে যাবে তাই থাকছে না বাহুবলী বা ভাল্লাল দেবের চরিত্র। এই কাহিনিতে অস্তিত্ব আছে শুধুমাত্র শিবগামী এবং কাটাপ্পার। এই সিরিজের কাহিনি যখন শুরু হচ্ছে তখন কাটাপ্পার বয়স মাত্র ২০। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র শিবগামী।
ছবিটি প্রযোজনা করছেন পরিচালক এসএস রাজামৌলি। ওয়েব সিরিজ হলেও বেশ বড়সড় স্টারকাস্ট ও গ্রাফিক্স টিম জোগাড় করছেন নির্মাতারা। নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘বাহুবলী : বিফোর দ্য বিগিনিং’। তবে কবে নাগাদ তা মুক্তি পাবে এ নিয়ে এখনও সংশয় কাটেনি।
খুলনা গেজেট/ টি আই