খুলনা, বাংলাদেশ | ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
  মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই
  সমালোচনার মুখে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত

এবার ইফতার মাহফিল বাতিল করলো পুলিশ

গেজেট ডেস্ক

এবার রমজানে পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৯ মার্চ পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করেছিল পুলিশ। তবে সেটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ইফতার মাহফিল না করে কৃচ্ছতা সাধনের নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত বছরগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনৈতিক, পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত থাকতেন। এ বছর আর ইফতার মাহফিল করবে না পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!