খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

এবার ইংরেজিতে ভাইরাল ‘ম্যানিকে মাকে হিতে’

বিনোদন ডেস্ক

মে মাসে অন্তর্জালে ছড়িয়ে পড়েছিল সিংহলী গান ‘ম্যানিকে মাকে হিতে’। সাত মাস পরেও মুগ্ধতা ছড়াচ্ছে সেই ভাইরাল গান। শ্রীলঙ্কার ইয়োহানির গাওয়া ওই গান এবার ইংরেজি ভাষায়। গেয়েছেন ডাচ কণ্ঠশিল্পী ও টিভি ব্যক্তিত্ব এমা হিস্টার্স। ইংরেজি ভার্সনও প্রশংসায় ভাসছে। সুর, তাল একই রেখে নিজের মতো করে গানটি সাজিয়েছেন এমা।

ইউটিউবে ব্যাপক জনপ্রিয় এমা হিস্টার্স। এ মাধ্যমে তাঁর সাবস্ক্রাইবার ৪.৬৮ মিলিয়ন। ইউটিউবে এমার গাওয়া গানটি সাত লাখ ৭০ হাজারের বেশি ভিউ হয়েছে। ইনস্টাগ্রামেও রয়েছে ব্যাপক অনুগামী।

গত মাসে অন্তর্জাল তারকা, ‘ম্যানিকে মাকে হিতে’খ্যাত শ্রীলঙ্কার সংগীতশিল্পী-গীতিকার ইয়োহানিকে দেখা যায় সালমান খান সঞ্চালিত বিগ বসের ১৫তম মৌসুমের উইকেন্ড কা বার পর্বে। সেখানে এ কণ্ঠশিল্পীর সঙ্গে ঠোঁট মেলান সুপারস্টার সালমান খান।

২৮ বছর বয়সী ইয়োহানির জন্ম শ্রীলঙ্কার কলম্বোয়। তাঁর পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তবে শুধু ইয়োহানি নামেই পরিচিত শ্রীলঙ্কায়। সংগীতে তাঁর যাত্রা ইউটিউবার হিসেবে। তাঁকে শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ বলা হয়।

গেল মে মাসে ইয়োহানি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ম্যানিকে মাকে হিতে’ গান দিয়ে, যেটির মূল কণ্ঠশিল্পী সত্যিশান রথনায়েক। বাংলাদেশেও গানটি বেশ সাড়া ফেলে। তাঁর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ অসংখ্য দর্শক। সুর বিশ্বজনীন আর ভাষা যে এ ক্ষেত্রে কোনও বাধা নয়, তা আরেক বার প্রমাণ করেছেন ইয়োহানি।

ইনস্টাগ্রাম ও ফেসবুকেও বাড়ছে ইয়োহানির অনুসরণকারীর সংখ্যা। শুধু সংগীতই নয়, মডেলিংও করেন ইয়োহানি।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!