খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

এবার আফগানদের বিপক্ষে হ্যাটট্রিক কামিন্সের

ক্রীড়া প্রতিবেদক

গত ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন প্যাট কামিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা সপ্তম বোলার হিসেবে। এবার অষ্টম হ্যাটট্রিকেও নিজের নামটা লিপিবদ্ধ করলেন কামিন্স; তা কিনা পরের ম্যাচেই। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ফের হ্যাটট্রিক করে বসেছেন কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেটে টান দুই ম্যাচে হ্যাটট্রিক করার যেই কীর্তি নেই আর কারো।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স। আজ আফগানদের বিপক্ষেও ১৮ ও ২০ তম ওভার মিলিয়ে হ্যাট্রিক আদায় করেছেন কামিন্স। এক্ষেত্রে ব্যতিক্রম আফগানদের বিপক্ষে হ্যাটট্রিকের শুরুটা হয় ১৮ ওভারের শেষ বলে রশিদ খানকে আউট করে। এরপর ২০তম ওভারের প্রথম দুই বলে আউট করেন করিম জানাত ও গুলবদিন নাইবকে। তাতেই বিরল রেকর্ডে নাম লেখান তিনি।

এর আগে ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। সেটাই ছিল টানা হ্যাটট্রিকের ঘটনা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন কীর্তি গড়ে দেখালেন কামিন্স। যেখানে আবার তিনিই প্রথম বোলার, যার কিনা দুটি হ্যাটট্রিক আছে। অবশ্য শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গারও দুটি হ্যাটট্রিক আছে বিশ্বমঞ্চে, তবে সেটা ওয়ানডেতে। এবার কামিন্স এই কীর্তি গড়লেন টি-টোয়েন্টিতে।

এর বাইরে পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করলেন কামিন্স। এর আগে টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক ছিল মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাবলোবিচ, ওয়াসিম আব্বাসের। তবে এঁদের কেউই টানা দুই ম্যাচে এই কীর্তি গড়তে পারেননি; যায় আজ করে দেখালেন কামিন্স।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!