খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

এবারের ইউরোয় গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

ক্রীড়া ডেস্ক

ঘটনাবহুল এবারের ইউরো কাপে তুলনামূলক দুর্বল দলগুলো বাজিমাত করেছে। আসর থেকে আগেই বিদায় নিয়েছে শিরোপা প্রত্যাশী কয়েকটি ফেভারিট দল। একই সঙ্গে ২০২০ ইউরো শেষ হয়েছে তারকা খেলোয়াড়দের অনেকেরই। সে তুলনায় এবার অখ্যাত অনেক খেলোয়াড় আলো কেড়েছেন। টুর্নামেন্টে শেষ হয়েছে শেষ আটের লড়াই। এখন প্রতিযোগিতায় টিকে আছে চারটি দল।

বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৬ জুলাই রাতে ইতালি ও স্পেন এবং ৭ জুলাই ইংল্যান্ড ও ডেনমার্ক ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১১ জুলাই রাতে। তার আগে ঘুরেফিরে আসছে গোল্ডেন বুট প্রসঙ্গ। এবার কার হাতে উঠবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের পুরষ্কার?

এবারের ইউরোয় দুর্দান্ত শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে শেষ ১৬-র লড়াই থেকে ছিটকে গেছে পর্তুগাল। বেলজিয়ামের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় রোনালদোদের। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে পাঁচটি গোল করেছেন রোনালদো। গোল্ডেন বুটের লড়াইয়ে এখনো নাম আছে তার।

এবার ইউরোয় বাজিমাত করেছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। রোনালদোর সমান ৫টি গোল আছে তার নামের পাশে। তবে তার দলও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ইউরো থেকে ছিটকে দিয়ে তাক লাগিয়ে দেয় সুইজারল্যান্ড। যদিও শেষরক্ষা হয়নি তাদের। পরের পর্বে স্পেনের কাছে হেরে যায় তারা। এদিকে ফ্রান্সের করিম বেঞ্জেমাও এবার গোল্ডেন বুট জয়ের দৌড়ে ছিলেন। কিন্তু তার দল ছিটকে যাওয়ায় ৪ গোলের সন্তুষ্ট থাকতে হলো তাকে।

চারটি করে গোল আছে সুইডেনের এমিল ফোর্সবার্গ ও বেলজিয়ামের রোমেলু লুকাকুর। সবাই অবশ্য টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। টুর্নামেন্টে টিকে থাকাদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে গোল আছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, রাহিক স্টারলিং ও ডেনমার্কের ক্যাসপার ডলবার্গের। এখন দেখার বিষয়, তারা কি শেষপর্যন্ত পারবেন ৫ গোলের কোটা ছাড়িয়ে গোল্ডেন বুট নিজেদের করে নিতে?

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!