খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

এবারই প্রথম ওমানের মাটিতে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে আজ (৮ অক্টোবর) সন্ধ্যায় ওমান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি শুরু হবে রাত ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়)। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এখন ওমানে। সেখানে প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত সময় কাটছে ক্রিকেটারদের। ১২ ও ১৪ অক্টোবর আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে বিসিবি ওমান ‘এ’ দলের সাথে প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে।

প্রথম পর্বে বাংলাদেশ নিজেদের তিনটি ম্যাচ খেলবে ওমানে। বিশ্বকাপ ভেন্যু আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামেই খেলবে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপ ভেন্যুর সাথে মানিয়ে নিতে তাই বড় ভূমিকা রাখতে পারে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি।

এই প্রস্তুতি ম্যাচ শেষে ৯ অথবা ১০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আবারও ওমানে ফিরতে হবে দলকে।

বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর থেকে, উদ্বোধনী দিনেই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম পর্বের ম্যাচ খেলবে দল।

বাংলাদেশ দলে খেলছেন যারা :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি। (স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব)।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!