টানা তিন ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে শুরুতে ব্যাট করেছে। তিন ম্যাচেই শুরুতে উইকেটও নিয়েছে জিম্বাবুয়ের। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পেসার হাসান মাহমুদ ও স্পিনার মেহেদি মিরাজ দুই ওভারে দুই ধাক্কা দেন। পরে আক্রমণ এসে পরপর দুই উইকেট নেন পেসার এবাদত হোসেন।
জিম্বাবুয়ে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ইনোসেন্ট কায়া ও ক্লিভ মাদান্দে। দুই ওপেনার তাকুজওনাসে কাইতানো (০) এবং তাদিওনাসে মুরুমানি (১) আউট হয়েছেন। এবাদত দুই বলে ওয়েলসি মাধেভেরে ও সিকান্দার রাজাকে ফিরিয়েছেন। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা রাজা গোল্ডেন ডাক মেরেছেন।
এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রান তুলেছে। দলের হয়ে ৭১ বলে ছয়টি চার ও চার ছক্কায় ৭৬ রানের ভালো ইনিংস খেলেছেন ওপেনার এনামুল হক। আফিফ হোসেন ৮১ বলে ছয়টি চার ও দুই ছক্কায় খেলেন ৮৫ রানের হার না মানা ইনিংস।
দলের অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ওপেনার তামিম ৩০ বলে খেলেন ১৯ রানের ইনিংস। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ৬৯ বলে ৩৯ রান করেন। এছাড়া মেহেদি মিরাজ ১৪ রানের ইনিংস খেলেন। মুশফিক, শান্ত, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর শূন্য করে আউট হয়েছেন।
খুলনা গেজেট / আ হ আ