করোনা মহামারিতে ওলটপালট হয়ে গেছে ক্রিকেটের সূচি। চলতি বছরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক টুর্নামেন্টের সঙ্গে স্থগিত হয়ে যায় আইসিসির বৈশ্বিক আসরও। তবে ধীরে ধীরে কোভিড পরিস্থিতি বদলাতে শুরু করেছে, ফিরতে শুরুর করেছে ক্রিকেট।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল পাকিস্তানের। এই সফর পেয়েছে নতুন সূচি।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আগামী বছরের এপ্রিলে বিশ্বকাপ সুপার লিগের ৩ টি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়টি।
এছাড়াও পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচিতে রেখেছে জিম্বাবুয়ে সফরও। এই সফরে থাকবে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সূচি চূড়ান্ত হবে দুই বোর্ডের পরবর্তী সভায়।
এদিকে আসছে নভেম্বর-ডিসেম্বরে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে রয়েছে জিম্বাবুয়ে দল।
খুলনা গেজেট/এএমআর