নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিত পাটির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। শনিবার (১ মার্চ) কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ প্রশ্ন তুলেনি তিনি।
নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে তাদের স্বাগত জানাবো। তাদের ঘোষণাপত্রে বলেছে-সেকেন্ড রিপাবলিক করবে, আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কী অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই। আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন। গণপরিষদ নাম কেন হবে? আমরা কী নতুন করে স্বাধীন হওয়া দেশ? আমরা তো স্বাধীন রাষ্ট্র। বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি।’
তিনি বলেন, ‘৫ আগস্ট কী চেয়ারম্যান-মেম্বার নির্বাচনের জন্য হয়েছিলো। এটার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘস্হায়ী করা। এতে কারো কারো ক্ষমতায় খায়েশ পূরণ হবে।’
চলতি মাসের মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক শক্তির সঙ্গে বসে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার।’
খুলনা গেজেট/ টিএ