জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের কর্মকর্তা কমিশনার মো: আলী আসগর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। এনবিআরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে সংস্থাটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। তিনি ত্রয়োদশ বিসিএসের কর ক্যাডারের একজন মেধাবি, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এক শোক বার্তায় তিনি আলী আসগর এর মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।পাশাপাশি তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাঁর বাড়ি শরীয়ত পুরের গোসাইরহাট থানায়। এলাকায় নানাবিধ সামাজিক কল্যানমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কণ্যা রেখে গেছেন।