বাগেরহাটের রামপালে গৌরম্ভায় প্রসাদনগর আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় জাল স্বাক্ষর করে কমিটি গঠন করা, পরিবারিক তন্ত্র, দুর্নীতি ও নিয়ম বহির্ভুত পরিচালনার জন্য পুরাতন কমিটি বিলুপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টায় রামপালের প্রসাদনগর বাজারে প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিএনপি নেতা-কর্মীরা ও এলাকার তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় আওয়ামীলীগের আমলে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় স্বাক্ষর জাল করে একই পরিবারের দুই ভাই মো:সাইফুল ইসলামকে সভাপতি ও মো:আসাদুজ্জামানকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়। অনৈতিক সুবিধা ভোগ করার জন্য অবৈধভাবে গঠন করা কমিটির বিরুদ্ধে এলাকার কেউ কথা বললে সাইফুল ও আসাদুজ্জামান হামলা ও মামলার ভয় দেখায়। আয়-ব্যয়ের কোন হিসাব তারা দিতে নারাজ। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারনে বর্তমানে এতিমখানায় ছাত্র সংখ্যাও অনেক কমে গেছে। খাবারের মানও ভালো নয়।
অভিযোগের বিষয়ে জানার জন্য আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানার সভাপতি মো: সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তব্য দেন, এতিমখানার প্রতিষ্ঠাতা আ: রশিদ হাজরা, মাওলানা আল আমিন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মেজবাহ উদ্দিন মুক্ত, ওয়ার্ড বিএনপির সভাপতি জমিদাতা মো: আবুল কাইয়ুম, সেচ্ছাসেবক দলের মো: আবুল বাশার, ইয়াছিন শেখ, মনি শেখ, মিলন শেখ, হালিম শেখ, জাহাঙ্গীর গাজী, আবুবক্কার শেখ, নুর ইসলাম, আ: সামাদ গাজী প্রমুখ।
আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় লেখাপড়ার মান উন্নত করার জন্য এবং এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য অবৈধ কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানান বক্তারা।
খুলনা গেজেট/জেএম