খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য এডভোকেট ফজলে হালিম লিটনকে হত্যা প্রচেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার (৮ মে) সন্ধ্যায় খালিশপুর আবাসিক এলাকায় নিজ বাড়ীতে মক্কেল ছদ্মবেশে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা ফজলে হালিম লিটনকে হত্যা প্রচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ।
রোববার রাতে এক বিবৃতিতে বিএনপির সাবেক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিএনপির রাজপথের ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীদের হত্যার ভয় দেখিয়ে চলমান আন্দোলন থেকে দুরে সরিয়ে রাখা যাবে না। আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি খুলনায় বিএনপি’র দুঃসময়ের ত্যাগী-পরীক্ষিতদের নেতৃত্ব প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম চলবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিদাতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. আব্দুল মালেক, এড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, শেখ ইকবাল হোসেন, কমান্ডার আবু জাফর, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. মাহবুব কায়সার, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. মাসুদ হোসেন রনি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, জালু মিয়া, অধ্যাপক ওহেদুজ্জামান, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, আবুল কালাম শিকদার, এড. এমদাদুল হাসিব, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আবু সাঈদ শেখ, ম শ আলম, শরিফুল ইসলাম বাবু, শাহনাজ পারভীন, মাওলানা আব্দুল গফ্ফার, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, কাউন্সিলর মাজেদা খাতুন প্রমুখ।
এদিকে বিএনপি নেতা লিটনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মহানগর বিএনপির বর্তমান নেতৃবৃন্দ। একইসঙ্গে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতাকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, কাজী মাহমুদ আলী, আশফাকুর রহমান কাকন, আরিফ ইমতিয়াজ খান তুহিন, সাজ্জাদ হোসেন পরাগ, শেখ ফারুক আহমেদ, তারিকুল ইসলাম তারেক, শেখ ওহেদুর রহমান রানাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা বিএনপি নেতার চিকিৎসার খোঁজ খবর নেন।
বিএনপির এই নেতার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।