জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি গত ২২ জুলাই করোনা আক্রান্ত হন। এরপর থেকেই খুলনার বাড়িতে অবস্থান করছেন তিনি । করোনা হওয়ার পর থেকে চিকিৎসকের পরামর্শে চলছেন এই নায়িকা।
তবে বর্তমানে পপির শরীরে করোনা উপসর্গ (কাশি, জ্বর, শ্বাসকষ্ট) কমে এসেছে। আগে এসব উপসর্গ থাকলে ঈদের পর থেকে অনেকটা ভালো আছেন পপি।
একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পপি নিজেই জানান, এখন তার শরীরে আগের মতো উপসর্গগুলো নেই। ঈদের দিন থেকে শ্বাসকষ্ট অনুভব করছেন না। তবে শরীর দুর্বল এবং মুখে রুচি নেই। কোনোকিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না। এছাড়া আর কোনো সমস্যা নেই।
পপি বলেন, শুরুতে ভেবেছিলাম মরেই যাবো। ভয়ে মাঝে মধ্যে ভেঙে পড়তাম। পরেই সবার মানসিক সাপোর্ট মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠছি। আরো জানা গেছে, ৬ আগস্ট আবার নিজের করোনা টেস্ট করাবেন অভিনেত্রী।
ভক্ত ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়ে পপি বলেন, সবাই আমার ও পরিবারের জন্য দোয়া করবেন। করোনার পাশাপাশি সারাদেশে বন্যা দেখা দিয়েছে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন করোনা ও বন্যা মোকাবিলা করে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারি।
খুলনা গেজেট/এএমআর